রাজ্যের খবর

মালদায় তৃনমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ

Trinamool worker brutally hacked to death with a crowbar in Malda

Truth Of Bengal: এক তৃনমূল কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ। মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ। বাড়ি মহদীপুর অঞ্চলের ইংলিশ বাজার থানার বারোদুয়ারি এলাকায়। মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ গতকাল রাত্রে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে।

রীতিমতো তাড়া করে একাধিক হাঁসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয়। পরিবারের আরো অভিযোগ সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকাই বিজেপি কর্মীদের আক্রোশ ছিল আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ,বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।  এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ বাকিরা পলাতক।

এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু জানান, “সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ।”

অন্যদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদীপুর। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা। যদিও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

Related Articles