বেসরকারি নয় সরকারি হাসপাতালেই মারণ রোগ থেকে সুস্থ হয়ে ফিরল গৃহবধূ
Housewife recovers from deadly disease in government hospital, not private

Truth Of Bengal: রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে সঠিক চিকিৎসা না পেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাতে পুনর্জন্ম হল গৃহবধূর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালী গ্রামের ঘটনা। বছর ৫৫ এর গৃহবধুর সামিনা বিবি দীর্ঘ ৬ মাস ধরে বুকের যন্ত্রণায় ছটফট করছিল। স্বামী জব্বর গাজী পেশায় দলিল লেখক। অর্থ অনটনের মধ্যে তার কোন রকম ভাবে সংসার চলে।
রাজ্যে বেশ কয়েকটি নামই বেসরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়ে দেন তার শরীরের একাধিক অংশে জল জমেছে। তার জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা খরচা হবে। না হলে ওনাকে বাঁচানো যাবে না।
এরপর এলাকার সমাজসেবী মোস্তফা গাজীর উদ্যোগে সামিনাকে কলকাতার পিজি হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। দীর্ঘ দুমাস আইসিসিইউতে রেখে তার পরিষেবা দিতে শুরু করে। একদিকে শরীরের বিভিন্ন অংশের জল বের করা হয় তারপরে পিঠের পিছনে ধমনী ফুলে যায় সেখান থেকে শেষ জলটুকু বের করে তাকে জীবন ফিরিয়ে দিয়েছে পিজি হাসপাতালের চিকিৎসকরা।
এখন তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন। তিনি বলেছেন, “যেভাবে সরকারি হাসপাতালে চিকিৎসকরা আমার জীবন ফিরিয়ে দিয়েছে তাদেরকে প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। যেভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছি। আমাদের অর্থ নেই সম্পূর্ণ বিনা পয়সায় সুস্থ হতে পেরে চিকিৎসা পেয়েছি। সরকারি হাসপাতালে ধন্যবাদ জানাই সবাইকে।”