রাজ্যের খবর

পণ্যবাহী লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর

A cyclist died after being run over by a goods lorry

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নবদ্বীপ গৌরাঙ্গ সেতু মানেই নবদ্বীপের প্রাণকেন্দ্রে পৌঁছানোর একমাত্র মূল পথ প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ, এবার সেই গুরুত্বপূর্ণ রোডে এক সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা পণ্যবাহী লরির। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। জানা যায় মৃত সাইকেল আরোহীর নাম বিশ্বজিৎ ঘোষ। তিনি নবদ্বীপ ১৯ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকার বাসিন্দা।

জানা যায় রবিবার রাতে হঠাৎ পাওয়ারলুমে কাজ করে বাড়ি ফিরছিল বিশ্বজিৎ ঘোষ তখনই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে তার পেছনে একটি পণ্যবাহী লরি ধাক্কা মেরে বেরিয়ে যায়। ঘটনাস্থলের মৃত্যু হয় বিশ্বজিৎ ঘোষ নামে ওই ব্যক্তির। এরপর ঘাতক গাড়িকে পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার পুলিশ আটক করে।

পণ্যবাহী লরিতে পাট নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ড্রাইভার এবং খালাসি কেউ আটক করেছে নাদন ঘাট থানার পুলিশ। অন্যদিকে বিশ্বজিৎ ঘোষকে পরবর্তীতে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় পুলিশ মর্গে। স্বভাবতই সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের নেমেছে শোকের ছায়া।

Related Articles