পরিত্যক্ত হিমঘরে আগুন আতঙ্ক ! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Fire breaks out in abandoned cold storage facility! Two fire engines at the scene

Truth Of Bengal: ওবাইদুল্লালস্কর, মগরাহাট: সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকা পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসীরা। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় মগরাহাট থানাতে। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভানোর জন্য। কিন্তু আনুমানিক ১০ বছরের বেশি সময় ধরে পরিতক্ত হিমঘরে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে দমকলের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে এলাকার কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিল। এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেয় রাজ্য সরকার। লোনের টাকা না পরিশোধ করায় ২০১২ সালে এই হিমঘরটির দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়ে রয়েছে। সাধারণত এই হিমঘরটির নিরাপত্তা করার জন্য নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। কিন্তু কিভাবে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই পরিত্যক্ত হিমঘরে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সম্পূর্ণ বিষয় তদন্ত করছে মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকেরা। স্থানীয় এক বাসিন্দা মিজানুর রহমান তিনি বলেন, বেশ কয়েক বছর আগে এই হিমঘর বন্ধ হয়ে গিয়েছে। হিমঘরটিকে সিল করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে এই হিমঘরটি পরিতক্ত আজ সকালে হঠাৎই আগুন লেগে যায়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক অর্থে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।