বিনোদন

অভিনয়কে বিদায় বাবিল খানের! হটাৎ কি হল ইরফান পুত্রের?

Babil Khan bids farewell to acting! What happened to Irrfan's son?

Truth Of Bengal: বাবিল খান। বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে। ইতিমধ্যেই বলিউডে বাবিলের অভিনয় প্রশংসিত। তবে সেভাবে বলিউড ছবি বা সিরিজে দেখা যায় না বাবিলকে। তবে এবার আচমকাই কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। বাবিল জানিয়ে দিলেন, তিনি আপাতত কাজের মধ্যে থাকতে চাইছেন না।

শনিবার সোশ্যাল মিডিয়ায় বাবিল লেখেন, ‘খুবই বেদনার সঙ্গে জানাচ্ছি, আমি এবং সাই রাজেশ স্যার একটি দুর্দান্ত প্রজেক্টে কাজ করছিলাম কিন্তু সেটি বাস্তবায়িত হল না। এই মুহূর্তে আমার বিশ্রাম প্রয়োজন। তবে রাজেশ স্যার এবং গোটা টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আবার আমরা নতুন কোনও প্রজেক্টে এক সঙ্গে কাজ করব। আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে তা কখনও কম হবে না।’

বর্তমানে বাবিল দক্ষিণী পরিচালক সাই রাজেশের প্রজেক্টে কাজ করছিলেন। তবে মানসিক উদ্বেগের কারণে আপাতত তিনি মুম্বই ফিরে এসেছেন। আপাতত কিছুটা বিশ্রামের প্রয়োজন তাই কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি। বাবিলের পোস্ট করার পরেই রাজেশ দাবি জানান, তিনি বাবিলকে যথেষ্ট সাহায্য করেছেন কাজের ক্ষেত্রে।

এর আগেও দুটি প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করেছেন এবং সফলভাবে কাজ করেছেন তাঁরা। রাজেশের কথার সম্মতি জানিয়ে বাবিলও জানান, পরিচালক সত্যি তাঁকে প্রতি পদে সাহায্য করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই বাবিল একটি ভিডিও পোস্ট করে বলিউডকে ‘অন্ধকারময় একটি জগত’ বলে বর্ণনা করেছিলেন। স্বাভাবিক ভাবেই তারপরই অভিনেতার এই সিদ্ধান্তে হতবাক সকলে।

Related Articles