আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে শক্তিশালী বিস্ফোরণ! আশঙ্কা জঙ্গি-হামলার

Powerful explosion outside California health center! Terrorist attack feared

Truth Of Bengal: ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বহু দূর পর্যন্ত তা শোনা যায়।

ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েক জন। বিস্ফোরণের তীব্রতায় স্বাস্থ্যকেন্দ্রটির জানালার কাচ ভেঙে যায়, ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি গাড়ির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্লিনিকের পার্কিং লটে থাকা একটি গাড়ি থেকেই বিস্ফোরণটি হয়েছে। সেই গাড়িতেই সম্ভবত ছিলেন নিহত ব্যক্তি। ফলে গোয়েন্দারা আত্মঘাতী হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

এফবিআই সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। এই কারণেই তদন্তকারীরা মনে করছেন, এটি সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এফবিআই-এর লস অ্যাঞ্জেলস শাখার কর্তা আকিল ডেভিস বলেন, “এটি সম্ভবত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় বিস্ফোরণ। এখনই নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হচ্ছে না, কারণ তদন্ত চলছে।”

এখনও পর্যন্ত স্পষ্ট নয়, এই হামলার পেছনে কোন সংগঠন রয়েছে কিংবা এটি আন্তর্জাতিক না অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের অংশ। তবে বিস্ফোরণের ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীরা সবাই নিরাপদে আছেন এবং ভবনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পুলিশের পক্ষ থেকেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন ঘটনার পূর্ণ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Related Articles