ব্রুকলিন সেতুতে ধাক্কা মারল মেক্সিকোর নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ, মৃত ২, আহত ১৯
Mexican Navy training ship hits Brooklyn Bridge, 2 dead, 19 injured

Truth Of Bengal: মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ‘কহটেমক’ ধাক্কা মারে নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন সেতুর সঙ্গে। জাহাজটিতে ২৭৭ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় শনিবার রাতে এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৯ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, “২৭৭ জন যাত্রীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর অবস্থায় রয়েছেন। দু’জনের মৃত্যু হয়েছে।”
জানা গেছে, মেক্সিকোর নৌসেনার প্রশিক্ষণার্থীদের জন্য এই জাহাজটি ব্যবহার করা হত। জাহাজটির ১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে দুর্ঘটনার কারণে এই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।
একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ১৪৭ ফুট উচ্চতার দুটি মাস্তুল ব্রুকলিন সেতুর নিচের অংশে ধাক্কা মারায় সেগুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কীভাবে এই ধাক্কা লাগল, তা এখনও পরিষ্কার নয়।
দুর্ঘটনার পর জাহাজটি পাড়ের দিকে বেঁকে যেতে দেখা যায়। জাহাজে থাকা যাত্রীরা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।