ফের একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য, রংমিলান্তি পোশাকে ধরা দিলেন বচ্চন দম্পতি
Abhishek-Aishwarya together again, Bachchan couple spotted in colorful outfits

Truth Of Bengal: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। বিগত দের বছর ধরে ঘুরছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। যা নিয়ে সমালোচনার শেষ নেই নেটিজেনদের। তবে তাদের বিবাহ বিচ্ছেদ শুধুই যে গুঞ্জন তার প্রমাণ বারে বারে মিলেছে। গত মাসেই ছিল তাঁদের বিবাহবার্ষিকী। সোশাল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। আর এবার ফের একবার অভিষেক-ঐশ্বর্য যে সুখেই সংসার করছেন সেটা স্পষ্ট হল। সম্প্রতি বচ্চন দম্পতিকে দেখা গেল রংমিলান্তি পোশাকে। সঙ্গে ছিল তাদের মেয়ে আরাধ্যা। সবাই একসঙ্গে একে অপরের উপস্থিতি চুটিয়ে উপভোগ করেন তাঁরা।
View this post on Instagram
সূত্রের খবর, মুম্বইতে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ‘বাবলি অর বান্টি’ ছবির সেই জনপ্রিয় ‘কাজরা রে’ গানটি গাইছেন গায়ক রাহুল। ওই গানেই তালে তালে নাচছেন ঐশ্বর্য। তাতে মাঝেমধ্যে সঙ্গত দিচ্ছে মেয়ে আরাধ্যা। তবে অভিষেকের নজর স্ত্রীর দিকে। হাসিমুখে অপলক দৃষ্টিতে স্ত্রীকে দেখলেন। হাততালি দিলেন। চোখে চোখও পড়ল দু’জনের। আবার হাসি মুখে স্বামীর দিলে তাকান ঐশ্বর্য। এদিন তিন জনই একই রংয়ের পোশাক বেছে নিয়েছেন। সব মিলিয়ে বলাই যায়, তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুধুই রটনা। আর তাঁরা যে এখন একে অপরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তাও স্পষ্ট।
উল্লেখ্য, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বর্যর কোল আলো করে আরাধ্যা। আর কয়েক বছরের মধ্যে হঠাৎ করেই শুরু হয় তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে। মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে।
ঐশ্বর্যর ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে। এখানেই শেষ নয় একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারকা দম্পতি। কিছুদিন আগে ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি হন অভিষেক-ঐশ্বর্য। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে একসঙ্গে দেখা যায় জুনিয়র দম্পতিকে। সেখানেও রংমিলান্তি পোশাকে একসঙ্গে ফ্রেমবন্দি হন ঐশ্বর্য এবং অভিষেক। অর্থাৎ বিগত কিছু সময়ে বারবার একসঙ্গে ঐশ্বর্য-অভিষেকের উপস্থিতি প্রমাণ করছে তারা এখনো একসঙ্গে আছেন এবং ভবিষ্যতেও যে থাকবেন সেটার বুঝিয়ে দিয়েছেন অভিষেক-ঐশ্বর্য।