রাজ্যের খবর
জমি কেনার আগে দেখে নিন এই পোর্টাল, কিন্তু কেন?
Check out this portal before buying land, but why?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: জমি কিনছেন? জমি কেনার আগে দেখে নিন ‘বাংলার ভূমি’ পোর্টাল। কারণ এই পোর্টালে রয়েছে সরকারি জমির হদিশ। পশ্চিমবঙ্গের কোথায় কত সরকারি জমি রয়েছে তার তথ্য রয়েছে পোর্টালে। অনেক ক্ষেত্রেই দালাল খপ্পরে পড়ে এমন একটা জমি কিনে ফেললেন আপনি যা সরকারি। পরবর্তী সময়ে সেই জমি আইনগতভাবে ছাড়তে হবে আপনাকে। টাকা পয়সা খোয়া গেল। জমিও পেলেন না। সেই কারণে রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘বাংলার ভূমি’ পোর্টাল। জমি কেনার আগেই চোখ বুলিয়ে নিন এই পোর্টালে। যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোথায় কত সরকারি জমি রয়েছে।