রাজ্যের খবর

অর্থের অভাবে থেমে ছিল চিকিৎসা, নয়াগ্রাম হাসপাতালে মিলল নতুন জীবন

Treatment stopped due to lack of funds, new life found at Nayagram Hospital

Truth Of Bengal: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এক ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে জেলার চিকিৎসাক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। হাসপাতালের সুপার ডাঃ দেবাশীষ মাহাত জানিয়েছেন, এই ধরনের অস্ত্রোপচার নয়াগ্রাম হাসপাতালে প্রথমবার সম্পন্ন হল এবং তা সম্পূর্ণ সফল।

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাঁটাপাল গ্রামের বাসিন্দা সুবল দাস নামের এক রোগী দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন। হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছিল, ব্যথাও ছিল তীব্র। পূর্বে তিনি কটক-সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসকেরা হিপ জয়েন্ট প্রতিস্থাপনের পরামর্শ দিলেও প্রয়োজনীয় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা জোগাড় করতে না পারায় তিনি অস্ত্রোপচার করাতে পারেননি।

এই পরিস্থিতিতে শেষ আশ্রয় হিসেবে তিনি আসেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে। এখানে চিকিৎসক ডাঃ সান্তনু পট্টনায়েক এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ ডাঃ ইমন ভক্তা তাঁকে পর্যবেক্ষণ করেন এবং এমআরআই-সহ একাধিক পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

বুধবার প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় এই হিপ জয়েন্ট প্রতিস্থাপন। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন, কথাবার্তাও বলছেন। পরিবারের সদস্যরা জানান, এত ব্যয়বহুল অস্ত্রোপচার একদম বিনামূল্যে হওয়ায় তাঁরা দারুণভাবে উপকৃত এবং কৃতজ্ঞ।

এই ঘটনার মাধ্যমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু রোগীকে সুস্থতার পথে ফেরাল না, সাধারণ মানুষের আস্থার স্থানে পরিণত হল। চিকিৎসকদের এই সফল প্রচেষ্টা ভবিষ্যতে আরও অনেক রোগীকে সাহস ও আশার আলো দেখাবে বলে মত বিশেষজ্ঞদের।

 

Related Articles