ফের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ রোনাল্ডো! ফোর্বসের তালিকায় আর কে কে রয়েছেন
Ronaldo is the world's highest-paid athlete again! Who else is on the Forbes list?

Truth Of Bengal: ফের শীর্ষে বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৫ সালের ফোর্বস প্রকাশিত শীর্ষ ১০ সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় একটানা তৃতীয়বারের মতো প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। এটি রোনাল্ডোর পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল।
Introducing the World’s Highest-Paid Athletes 2025
SEE LIST: https://t.co/MBFbaL38s5
(Illustration: Neil Jamieson for Forbes) pic.twitter.com/Z0CjoRqPcR— Forbes (@Forbes) May 15, 2025
ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রোনাল্ডোর বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের অন্যতম মাইলফলক। ইতিহাসে শুধুমাত্র কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার রোনাল্ডোর থেকে বেশি আয় করেছেন।
শীর্ষ পাঁচে রয়েছেন বাস্কেটবল তারকা স্টেফেন কারি (গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স), বক্সার টাইসন ফিউরি, আমেরিকান ফুটবল খেলোয়াড় ডাক প্রেসকট এবং আর্জেন্টাইন ফুটবল আইকন লিওনেল মেসি। ফোর্বস সম্পূর্ণ তালিকা শীঘ্রই প্রকাশ করবে।
এই তালিকা কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু এবং বিশ্বজুড়ে ক্রীড়া তারকাদের প্রভাবেরও প্রতিফলন। রোনালদোর এই সাফল্য দেখিয়ে দেয় যে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তার প্রভাব কতটা ব্যাপক।