কলকাতারাজ্যের খবর
স্বাস্থ্য নজরে সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল
Sandeshkhali Rural Hospital under health watch

জয় চক্রবর্তী: সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে ২৪ ঘন্টার সিজারিয়ান সেকশনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাসপাতালের বেড বাড়ানো হবে।
বর্তমানে সন্দেশ খাদীর গ্রামীণ হাসপাতালে ৩০ টি বেড রয়েছে। যা উন্নীত করা হবে ৬০ বেডে। প্রয়োজনীয় চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মীসহ পরিকাঠামো উন্নয়নের জন্য ৪৩ টি নতুন পথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবারে রাজ্যমন্ত্রী সবার বৈঠকে।