চুঁচুড়ায় স্ত্রীর খুনে অভিযুক্ত স্বামীর রহস্যমৃত্যু হাসপাতালে
Husband accused of wife's murder in Chunchura dies mysteriously in hospital

Truth of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া উজ্জ্বল শীল (৬৫)–এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলিতে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
রবিবার রাতে হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রী সুপর্না ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। চুঁচুড়া থানার পুলিশ তাকে রাতেই গ্রেফতার করে। সোমবার আদালতে পেশ করার পর প্রথমে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পরে শারীরিক অসুস্থতার কারণে তাকে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়।
উজ্জ্বল শীলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানেই বুধবার সকাল দশটা নাগাদ পুলিশ লক আপে তার মৃত্যু হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. অমিতাভ মণ্ডল জানান, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে।
প্রসঙ্গত, বছর তিনেক আগে দ্বিতীয় স্ত্রী সুপর্না ঘোষের সঙ্গে ওই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন উজ্জ্বল শীল। জানা গিয়েছে, সুপর্ণার প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ায় সম্পর্কের মধ্যে টানাপড়েন শুরু হয়। সেই কারণেই দাম্পত্যে অশান্তি বাড়তে থাকে, যা শেষমেশ রক্তক্ষয়ী ঘটনার রূপ নেয়।
উজ্জ্বল শীলের হেফাজতে মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রশ্ন। পুলিশের ভূমিকা ও চিকিৎসা ব্যবস্থাপনার দিকেও উঠছে অভিযোগ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।