রাজ্যের খবর

স্কুল ছাত্রের আত্মহত্যা! প্রেমঘটিত সম্পর্কেই কি মৃত্যুর কারণ?

School student commits suicide! Was love affair the cause of death?

 

Truth of Bengal: বীরভূমের সিউড়ি থানার সাজানো পল্লি এলাকা থেকে এক দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম সুব্রত দাস, বয়স আনুমানিক ১৭-১৮ বছর। তিনি সিউড়ির চন্দ্রগতি হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। পরিবারের সদস্যদের কথায়, সুব্রত দুপুরে খাওয়ার পর নিজের ঘরে চলে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা। তখনই দেখতে পান সুব্রত গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

পরিবারের সদস্য ও তার এক আত্মীয়ের দাবি, সুব্রতের দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওই মেয়েটির বাড়ি ঝাড়খণ্ডে হলেও পড়াশোনার জন্য সে সিউড়িতে থাকত এবং সেও দ্বাদশ শ্রেণিতে পড়ত। প্রেমে অবহেলার জেরেই সুব্রত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের অনুমান।

ঘটনার পর পুলিশ সুব্রতের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে। সেখানে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও সুইসাইড নোটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এখনও চলছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, “সুইসাইড নোটে কিছু ব্যক্তিগত মনোভাব ও হতাশার কথা লেখা আছে। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত মনে হলেও, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।”

এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কিশোর বয়সে প্রেমঘটিত বিষণ্নতা ও আত্মহত্যা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনা। সমাজ ও শিক্ষাব্যবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা এখানেই প্রতিফলিত হয়েছে।

Related Articles