রাজ্যের খবর

‘মৃত’ বলে হইচই, দীঘি থেকে উঠে বসলেন যুবক! হতবাক শান্তিনিকেতন

Amidst the uproar of 'dead', a young man sits up from a pond! Shantiniketan is shocked

Truth Of Bengal: বিশ্বভারতীর ক্যাম্পাসের লালবাঁধ দীঘিতে পাঁচ ঘণ্টা ধরে এক যুবকের দেহ জলে ভাসতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিনিকেতন জুড়ে। দূরদূরান্ত থেকে উৎসাহী মানুষ এসে ভিড় জমাতে থাকেন দীঘির ধারে। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ বলছেন খুন কিংবা আত্মহত্যা। সবমিলিয়ে কয়েকশো মানুষের জমায়েত হয় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। চারপাশে টানটান উত্তেজনা, দীঘির জল থেকে দেহ তোলার তোড়জোড় শুরু করে পুলিশ। এলাকার মানুষ প্রহরের অপেক্ষায়, কখন দীঘি থেকে উদ্ধার হবে মৃতদেহ।

অবশেষে যখন পুলিশ জল থেকে ‘দেহ’ তুলল, তখন ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা! সবাইকে চমকে দিয়ে ‘মৃত’ যুবক নিজেই উঠে দাঁড়ালেন, এবং হেঁটে পুলিশের গাড়িতে উঠে বসলেন। মুহূর্তে হাস্যরসের জন্ম দেয় এই দৃশ্য, অনেকেই হেসে ফেলে বিস্ময়ের সাথে।

জানা যায়, ওই যুবকের নাম শম্ভু হেমব্রম, শান্তিনিকেতনের বাগানপাড়ার বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শম্ভু মানসিক ভারসাম্যহীন বা অচেতন অবস্থায় দীঘির জলে ছিলেন দীর্ঘক্ষণ। তবে তাঁর কীভাবে ও কেন জলে থাকা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শম্ভুকে শান্তিনিকেতন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও বক্তব্য নেওয়া হবে। আপাতত সে সুস্থ এবং স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে শান্তিনিকেতনের সাধারণ মানুষ, পর্যটক এবং প্রশাসনের মধ্যে যেমন কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, তেমনই মজার রসদ জুগিয়েছে গোটা এলাকায়। রবি ঠাকুরের শান্তিনিকেতনে এমন ‘মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা’র ঘটনা এলাকাবাসীর কাছে হয়ে রইল একদিনের অবিস্মরণীয় স্মৃতি।

 

Related Articles