কান চলচ্চিত্র উৎসবে যাবেন না আলিয়া ভাট! কেন জানেন?
Alia Bhatt won't be attending the Cannes Film Festival! Do you know why?

Truth Of Bengal: বড় সুযোগ হাতছাড়া করলেন অভিনেত্রী আলিয়া ভাট। বলা যায়, নিজেই সে সুযোগ ছেড়েছেন রণবীর ঘরনী। কান চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আলিয়া ভাটের। চলতি বছরে তাঁর কান কান উৎসবে অভিষেক হওয়ার কথা ছিল। ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। তবে দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কান উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নেন আলিয়া। নিজের ইস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজেই সেকথা জানান রাহার মা।
View this post on Instagram
ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যখন দেশবাসী নিজের বাড়িতে সুরক্ষিত রয়েছেন, ঠিক তখন অনেকে রাত জাগছেন। না ঘুমিয়ে দেশবাসীকে পাহাড়া দিচ্ছেন। নিজেদের জীবনে বাজি রেখে লড়ছেন তাঁরা। এত পরিশ্রম, সাহসের সঙ্গে বড় আত্মত্যাগ। প্রতিটি উর্দীধারীর পিছনে রয়েছেন একজন মা’। কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি একটি সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ব্র্যান্ড অ্যাম্বাসাডর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ফ্রান্সে। কিন্তু একদম শেষ মূহূর্তে নিজের সিদ্ধান্ত বাতিল করলেন অভিনেত্রী। তবে কান চলচ্চিত্রে অভিষেক না হলেও চলতি বছরে তবে ১১ দিন ব্যাপী কান চলচ্চিত্র উৎসবে যেতে পারবেন জানিয়েছেন আলিয়া ভাট নিজে।
প্রসঙ্গত, জীবনে সাফল্য, সাফল্যের পর আনন্দ প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হয়। আলিয়া ভাটও তাঁর ব্যাতিক্রম নয়। চলতি কান চলচ্চিত্র উৎসবে দেখা যায় ঐশ্বর্যা রায়কে। কখনও একা, কখনও আবার মেয়ের সঙ্গেও তাকে দেখা গেছে রেড কার্পেটে। কান চলচ্চিত্র উৎসবের আগে রণবীর ঘরণী মেট গালার গালিচায় ধরা দেন। দর্শকদের মন জিতেছিলেন অভিনেত্রী। তাঁর সাজ মন ছঁয়েছিল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসাও পান অভিনেত্রী।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে না পেরে আক্ষেপ নেই আলিয়া ভাটের। পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ‘অপারেশন সিঁদুর’রের সাফল্যের পর গোটা দেশ কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনাকে। প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। সাধারণ মানুষের পাশাপাশি বহু বলিউড-টলিউড তারকারা নিজেদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর জয়গান গেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা আমির খান।