রাজ্যের খবর

বসিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার, নজরে সুন্দরবন অঞ্চল

Security beefed up at Basirhat border, Sundarbans region under watch

Truth Of Bengal: ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি এবং বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের আশঙ্কার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। বিশেষত বসিরহাট সীমান্তে, যেখানে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে বাহিনীর উপস্থিতি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দা দফতর আশঙ্কা প্রকাশ করেছে যে, বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে হামলার সম্ভাবনা রয়েছে। জঙ্গিরা এই অঞ্চল দিয়েই ভারতে ঢোকার চেষ্টা করতে পারে। ফলে দিন ও রাতে জল ও স্থল উভয়পথে নজরদারি চলছে। বসিরহাটের স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত ৯৪ কিলোমিটার দীর্ঘ সীমান্তে র‍্যাডার, ড্রোন, নাইটভিশন ক্যামেরা ও স্পিডবোটের মাধ্যমে চলছে কড়া পাহারা।

প্রতি বছর এই সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় জলসীমায় উপস্থিত প্রতিটি মৎস্যজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুন্দরবনের নদী ও খাঁড়ি দিয়ে যাতে বাংলাদেশ থেকে কেউ অনুপ্রবেশ না করতে পারে, সেজন্য নজরদারিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অংশ দিয়ে কয়েকজন অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়।

বসিরহাট পুলিশ জেলা বিশেষ কন্ট্রোল রুম খুলেছে, যেখানে ২৪ ঘণ্টা অভিযোগ জানানো সম্ভব। পুলিশ সুপার ডাঃ হোসেইন মেহেদি রহমান জানিয়েছেন, “বিএসএফের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে। কোথাও কোনও গতিবিধি অস্বাভাবিক মনে হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি গুজব ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও চলছে। সীমান্তে যেন কোনওভাবেই সন্ত্রাস বা অনুপ্রবেশ না ঘটে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

 

 

 

Related Articles