কুকুরপ্রেমের মূল্য চোকাতে হল প্রাণ দিয়ে! এলাকায় শোকের ছায়া
The price of dog love had to be paid with one's life! Shadow of mourning in the area

Truth Of Bengal: বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকায় পথকুকুরকে মারার প্রতিবাদ করায় পিটিয়ে খুন হলেন এক প্রৌঢ় তাঁতশিল্পী সুধীন পাল। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পালকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুধীন পাল ও তাঁর ভাই অমিতাভ পাল দীর্ঘদিন ধরে এলাকার পথকুকুরদের খাওয়াতেন। এই বিষয়টি নিয়ে প্রতিবেশী শৈলেন ও তোতন পালের সঙ্গে তাঁদের পুরনো বিবাদ ছিল। কুকুরদের প্রতি সেই বিরূপ মনোভাব থেকেই মঙ্গলবার রাতে দুই ভাই কুকুরদের ইট ছুঁড়ে মারতে থাকে। বিষয়টি দেখে অমিতাভ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। সেই সময় প্রতিবেশীরা বিবাদ থামিয়ে দেন, আর অমিতাভ ও তাঁর পরিবার থানায় অভিযোগ জানাতে চলে যান।
অন্যদিকে, সুধীন পাল তখন বাড়িতে ছিলেন না। পরে তিনি বাড়ি ফিরে ঘটনার কথা শুনে একা রাস্তায় গিয়ে প্রতিবাদ জানান। সেইসময় ফের শৈলেন ও তোতনের সঙ্গে বচসা বাধে এবং অভিযোগ, তারা দু’জনে মিলে রাস্তার পাশে থাকা ইট দিয়ে সুধীনবাবুর বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরিজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিষ্ণুপুর থানায় ফের অভিযোগ দায়ের হলে রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি মানবিক প্রতিবাদের এমন মর্মান্তিক পরিণতিতে শোক ও ক্ষোভে ফেটে পড়েছে কৃষ্ণগঞ্জ এলাকা।