ভাঙড়ে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
Electricity poles in the middle of the road in Bhangarh, increasing the risk of accidents

Truth of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী, ভাঙ্গড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ব্লকের অন্যতম ব্যস্ত পথ ভাঙড়-লাউহাটি-হাড়োয়া প্রধান সড়ক। সেই সড়কের এক গুরুত্বপূর্ণ অংশ পোলেরহাট বাজার। আর সেখানেই দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। যার ফলে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পথচারী, দোকানদার, যাত্রী এবং গাড়িচালকেরা। বাজারের মধ্যে থাকা এই খুঁটিগুলি শুধু যান চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে না, বরং প্রতিনিয়ত যানজটের কারণ হয়ে উঠছে। সেইসঙ্গে, যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাজার কমিটির সভাপতি কাজী আব্দুল মমিন জানান, “পোলেরহাট বাজারে প্রতিদিন প্রচুর যানবাহন যাতায়াত করে। মাঝরাস্তায় বিদ্যুতের খুঁটি থাকার কারণে ট্রাফিক জ্যাম লেগেই থাকে। প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা এলাকা ঘুরে দেখে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।”
এমনকি কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও বিদ্যুৎ দফতরকে একাধিকবার জানানো হয়েছে। সূত্রের খবর, ১৬ই এপ্রিল বিদ্যুৎ দফতরের আধিকারিক ও ট্রাফিক গার্ডের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে এসেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই বিদ্যুতের খুঁটিগুলিকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নেওয়া হোক। তাঁদের আশঙ্কা, প্রশাসন আর দফতর নীরব থাকলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
জনগণের জীবনের সুরক্ষা এবং যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসনের দায়িত্ব এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। এখন দেখার, এই সমস্যার সমাধানে কত দ্রুত নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দফতর।