ভারতের চাপে নতিস্বীকার পাকিস্তানের, দেশে ফিরলেন বিএসএফ জাওয়ান পূর্ণম
Pakistan bows to Indian pressure, BSF jawan Purnam returns home

Truth Of Bengal: ভারতের চাপে পূর্ণমকুমার সাউকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান। ২৩ দিনের মাথায় দেশে ফিরলেন ভারতীয় বিএসএফ জাওয়ান। এদিন তাঁকে আটারি সিনাম্ত থেকে দেশে ফেরানো হল। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বড় কুটনৈতিক জয় নয়া দিল্লীর। পূর্ণমের দেশে ফেরার খবরে রীতিমত খুশি তাঁর পরিবার।
ভারতের চাপে নতিস্বীকার পাকিস্তানের, দেশে ফিরলেন বিএসএফ জাওয়ান পূর্ণম pic.twitter.com/MGN0OVC0jd
— TOB DIGITAL (@DigitalTob) May 14, 2025
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে পা দিলেন পূর্ণম কুমার সাউ। ভারত ও পাকিস্তানের উত্তাপ আবহের মাঝে পাক-কব্জায় আটক থাকা বিএসএফ জওয়ান দেশে ফিরলেন। ভারতের বড় কূটনৈতিক জয়। ২৩ দিনের মাথায় দেশে ফিরলেন এই বিএসএফ জওয়ান। ভারতের চাপে পুর্ণমকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আটারি সীমান্ত দিয়ে বুধবার দেশে ফেরেন তিনি।
JAI HIND JAI BHARAT 🇮🇳 🫡
BSF Jawan Purnam Kumar Shaw, who had been in the custody of Pakistan Rangers since 23 April 2025, was handed over to India: BSF. pic.twitter.com/fK0FCSQ0fm
— Shruti Pandey 🚩 (@Pandeyshruti252) May 14, 2025
গত ২৩ এপ্রিল সীমান্তে নজরদারির সময় পাকিস্তানের রেঞ্জারদের হাতে বন্দি হন তিনি। সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাক সেনা এই ভারতীয় বিএসএফ জওয়ানকে বন্দী করেছিল। তাঁকে দেশে ফেরাতে নয়াদিল্লি ও ইসলামাবাদ এর মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়। পূর্ণমের পরিবার গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন। দু’দেশের এই উত্তাপ আবহে পূর্ণমের কী পরিণতি হতে পারে তা নিয়ে চরম আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন তাঁর স্ত্রী ও পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলে পূর্ণমের স্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বলেছিলেন এক সপ্তাহের মধ্যে ঘরে ফিরবেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। বুধবার আটারই সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় এই সেনা জওয়ান।