রাজ্যের খবর

ফের পুলিশের জালে গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল

Police arrest 4 Bangladeshi infiltrators, including an Indian broker

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারো বিশেষ অভিযান জেলা পুলিশের। পুলিশের জালে গ্রেফতার চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে এই বাংলাদেশিরা প্রায় এক বছর আগে ভারতের ভূখণ্ডের প্রবেশ করে, এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্র চলে যায়।

সোমবার সকালে এক দালালের সহযোগিতায় আবারো অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারীদের। সেই মোতাবেক পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুরু করে অভিযান, এরপর একই সাথে চার বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ গ্রেফতার করে এক ভারতীয় দালালকে। সোমবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজি করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।

পুলিশের তরফে জানানো হয়, তদন্তের স্বার্থে ধৃতদের আবারো পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। উল্লেখ্য ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে অনুপ্রবেশকারীদের গ্রেফতারের সংখ্যাটা বাড়ছে। ভারতের ভূখণ্ডে প্রবেশ করার পর সুযোগ পেলেই বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করছে তারা, আর পুলিশের একের পর এক অভিযানে গ্রেফতার হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা।

সম্প্রীতি বিগত কয়েক মাসে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গ্রেফতারের সংখ্যা প্রায় ৪০০, পুলিশের নজরে এখন ভারতীয় দালালচক্র । কারণ প্রত্যেক ক্ষেত্রেই দালালদের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে নথিপত্র, এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কর্মসূত্রে। তবে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি থাকলেও বিএসএফের নজর এড়িয়ে অনায়াসে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা অর্থাৎ রাজ্য পুলিশ এবং জেলা পুলিশের এখন মূল চিন্তার বিষয় এই অনুপ্রবেশকারীদের কিভাবে দমন করা যায়। সেই নিয়ে এখন থেকে লাগাতার অভিযান চলবে বলে জানানো হয় জেলা পুলিশের তরফ থেকে।

 

Related Articles