খেলা

ধরমশালা থেকে সুষ্ঠুভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য রেলকে ধন্যবাদ কুলদীপের

Kuldeep thanks Railways for bringing him back safely from Dharamshala

Truth of Bengal: গত বৃহস্পতিবার ধরমশালায় আইপিএল-র ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু যেহেতু ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে, তাই ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে।

এরপর বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু বিমান চলাচল বন্ধ রয়েছে, সে কারণে দুই দলের ক্রিকেটারদের ট্রেনে করেই ফিরিয়ে আনা হবে দিল্লিতে। এই জন্য বোর্ড কর্তারা রেল দফতরের কর্তাদের কাছে অনুরোধও করেছিলেন। সেই মত রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেনে করে শ্রেয়স আইয়ার-অক্ষর প্যাটেলদের দিল্লি নিয়ে আসা হয়।

ধরমশালা থেকে তাদের নিরাপদে দিল্লি নিয়ে আসার জন্য ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লি দলের স্পিনার কুলদীপ যাদব। এর পাশাপাশি একইসঙ্গে রেল কর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে বিসিসিআই-ও।

এই বিশেষ ট্রেনেই ধরমশালা থেকে দিল্লি ফিরে আসেন ম্যাচের ধারাভাষ্যকার, অফিশিয়াল-সহ সংশ্লিষ্ট স্টাফদের সকলকেই নিরাপদে দিল্লি নিয়ে আসা হয়। উল্লেখ্য, এর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় রেলকে তাদের পাশে এইভাবে দাঁড়িয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সোশ্যাল মিডিয়ায় বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘খুব অল্প সময়ের মধ্যে খেলোয়াড়দের রেল কর্তৃপক্ষ যেভাবে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ বোর্ডের পর দিল্লির স্পিনার কুলদীপ যাদব লেখেন, ‘এত অল্প সময়ের মধ্যে এইরকম ব্যবস্থা করে যেভাবে আমাদের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে, তার জন্য ভারতীয় রেলের পাশাপাশি বিশেষ ধন্যবাদ জানাই ভারতীয় রেলকে।’

Related Articles