রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হল নদিয়া
Nadia turns into a piece of Santiniketan on the occasion of Rabindra Jayanti

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এ যেন এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হয়েছে গোটা নদিয়া জেলা। শুক্রবার সকাল থেকেই নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ মায়াপুর চকদাহ কল্যাণী সহ বিস্তীর্ণ জায়গা জুড়ে মহাসমরহে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। এখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে পাথেয় করে উজ্জীবিত বাংলার সংস্কৃতি।
কবিগুরুর গান কবিতা উপন্যাস সহ বিজড়িত রয়েছে দিকে দিকে। আজ পঁচিশে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্যে দিয়ে গোটা নদিয়া জেলা সহ শান্তিপুরেও একই ভাবে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্যিক থেকে শুরু করে সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা আজ এই দিনটিকে স্মরণীয় করে তুলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের মানুষেরা পালন করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। কোথাও হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, কোথাও আবার সারাদিনব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবি গুরুর লেখা কবিতা ও গানের মধ্যে দিয়ে মুখরিত হয়ে উঠেছে গোটা নদিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসবের দিনে ভারত পাকিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে দিতে দেখা গেল শান্তির বার্তা। বিশিষ্টজনদের দাবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাণী সেটাকেই পাথেয় করে এখনো গোটা ভারতবর্ষের সংস্কৃতি বজায় রয়েছে। ভারত কখনো সংস্কৃতিকে ভুলে যায় না। তাই ভারতবর্ষের মানুষের মধ্যে এখনো সেই বাণী উজ্জীবিত রয়েছে। দুদেশের সার্বিক পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি স্থিতিশীল হয় সেই কামনাই করছেন আজকে কবির জন্ম জয়ন্তী উৎসবের দিনে।