খেলা

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে স্থগিত আইপিএল ২০২৫

IPL 2025 postponed amid India-Pakistan tensions

Truth Of Bengal: মার্চ মাসের ২২ তারিখে পহেলগাঁও কাণ্ডের পর ‘অপারেশন সিঁদুর’-র পর ভারত-পাকিস্তানের দুই দেশের মধ্যেই তৈরি হয়েছে যুদ্ধের আবহ। সেই কারণে ক্রিকেটার নিরাপত্তার কথা মাথায় রেখেই চলতি বছরের ১৮তম আইপিএল-র আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

মার্চ মাসের ২২ তারিখে পহেলগাঁও কাণ্ডের পর ‘অপারেশন সিঁদুর’-র পর ভারত-পাকিস্তানের দুই দেশের মধ্যেই তৈরি হয়েছে যুদ্ধের আবহ। সেই কারণে ক্রিকেটার নিরাপত্তার কথা মাথায় রেখেই চলতি বছরের ১৭তম আইপিএল-র আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বৃহস্পতিবার জম্মু সীমান্তে উত্তেজনার কারণে ধর্মশালায় অনুষ্ঠিত আইপিএল-এ দিল্লি বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মাঝপথেই বাতিল করা হয়। এবং দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদসংস্থাকে জানান, ‘আমাদের মূল লক্ষ্যই হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। কঠিন এই সময়ে আমরা সকলে জাতির পাশে দাঁড়াতে চাই। ক্রিকেট খেলা কখনও জাতির ঊর্ধ্বে নয়। তাই আমরা সকলে আলোচনার ম্যাধমেই আপাতত ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে আইপিএল চেয়ারম্যান অরুন ধুমল জানান, ‘আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। এবং পরবর্তীকালে যা সিদ্ধান্ত নেওয়া হবে তা পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে। এবং অবশ্যই সরকার যেভাবে বলবে আমরা সেই সিদ্ধান্ত মেনে চলব।’

প্রসঙ্গত, ভারতে ক্রিকেটের এই মেগা ইভেন্ট এর আগে কখনও বন্ধ হয়নি। দেশের সাধারণ নির্বাচন এবং করোনা মহামারির সময়েও আইপিএল স্থানান্তরিত হয়েছিল অন্য দেশে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। যেহেতু প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আইপিএল কমিটি।

তবে অনেকেই মনে করছেন, আগামী সেপ্টেম্ব মাসে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া চলতি আইপিএল-র বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হতে পারে। কিন্তু বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু বাকি ম্যাচগুলি কবে  অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Related Articles