কলকাতা

বর্তমান পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

CM's message to control market prices in current situation

Truth Of Bengal: বৃহস্পতিবার দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সাংবাদিক সম্মেলনে বাজারদর যাতে সঠিকভাবে বজায় থাকে সেই নিয়ে কিছু মন্তব্য করলেন। দেশে যুদ্ধের আবহে ব্যবসায়ীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন, অত্যাধিক লাভের জন্য সবজি আমদানি করা চলবে না। রাজ্যের সীমানাগুলির ওপর কড়া নজরদারি রাখতে হবে।

পরিস্থিতি সুযোগ নিয়ে কালোবাজারি কড়া চলবে না। কেউ যেন বেশি জিনিসপত্র মজুদ না করেন সেই দিকেই নজর রখতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালো বাজারি না সাথে কোনো জিনিসের ওপর বাড়তি দাম না বাড়ায়।

পাশাপাশি মাছের দামেও নজর দিতে হবে এমনটাই নির্দেশ মৎস্য দপ্তরকে মুখ্যমন্ত্রীর। সাথে মাছ মাংসের দামও কমাতে হবে। মাছের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে হবে। ভেড়ি নিয়ে একটা পলিসি হয়েছে। এটা হওয়ার পরে ডিএমরা কি করেছে? অনেকে পার্সোনাল লেভেলে করে খাচ্ছি।

আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাছ সুফল বাংলায় বিক্রি হবে।  সেই কারণে সুফল বাংলার আউটলেট বাড়ানো হচ্ছে। নতুন করে একসাথে জায়গায় পরিষেবা দেওয়া হবে। সুফল বাংলার গাড়ি কেনা হয়েছে। ২৫০ টা নতুন করে সুফল বাংলার দোকান হবে।

এই পরিস্থিতিতে আমার দালাল হোডিং করতে না পারে। কেউ যেন না করে কালোবাজারি। মানুষের ক্ষেত্রে কোন অসুবিধা হলে আমি ছাড়বো না বলে জানালেন মুখ্যমন্ত্রী। সারপ্রাইজ ভিজিট করার দরকার।  তিনি আরও জানালেন, ‘আমি নিজেই দেখেছি বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম। এই সুযোগে যেন কেউ টাকা কালেকশন করতে না বেরোয়। বর্ডার গুলোর দিকে নিচে থাকতে হবে। আমাদের জিনিস নিয়ে না কেউ যেতে না পারে। আবার অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকতে না পারে।’

Related Articles