ফোনে অনবরত আসা স্প্যাম কলে তিতিবিরক্ত, এক ক্লিকে কীভাবে করবেন ব্লক?
Annoyed by constant spam calls on your phone, how to block them with one click

Truth of Bengal: ডিজিটাল যুগে আজকাল স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্মার্টফোন আজ আর শুধুই যোগাযোগের মাধ্যম নয়, তা আজ বিনোদন, কাজকর্ম, শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাজের সময় অনবরত অপ্রয়োজনীয় স্প্যাম কল ফোনে আসতে থাকলে তাতে খুবই তিতিবিরক্ত হতে হয়। ঋণ থেকে বীমা, ক্রেডিট কার্ড থেকে শুরু দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় জিনিসপত্র সংক্রান্ত অফার আসে স্প্যাম কলে। স্মার্টফোনে স্প্যাম কল আসা আটকাতে এক ক্লিকেই হতে পারে সমাধান। মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা জিও, ভোডাফোন, এয়ারটেল ও বিএসএনএল সংস্থার গ্রাহকরা সুবিধা পেতে পারেন।
কী করতে হবে?
স্মার্টফোনে ডিএনডি পরিষেবা চালু করতে হবে। বিএসএনএল, ভোডাফোন, জিও, এয়ারটেল নেটওয়ার্ক, যে কোনো গ্রাহকই খুব সহজে প্রোমোশনাল ও স্প্যাম কল স্মার্টফোনে আসা আটকাতে পারেন ডিএনডি পরিষেবা চালু করেই। মোবাইল গ্রাহকদের নিরাপত্তা ও সুবিধার কথা ভেবে এই ডিএনডি পরিষেবা চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। মোবাইল নেটওয়ার্কে ডিএনডি পরিষেবা চালু করতে নিজের মোবাইল থেকে ১৯০৯ নম্বরে “START <space> 0” লিখে এসএমএস পাঠিয়ে দিতে হবে।
এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারীরা কী করবেন?
এয়ারটেল thanks app খুলুন মোবাইলে। More or Services অপশনে ট্যাপ করুন। স্ক্রল করে নীচে নেমে ডিএনডি অপশন বেছে নিন। কোন ক্যাটাগরির স্প্যাম কল আসা ব্লক করতে চান তা বেছে নিন।
জিও নেটওয়ার্ক ব্যবহারকারীরা কী করবেন?
MyJio অ্যাপ মোবাইলে খুলুন। মেনু অপশনে গিয়ে সেটিংসে যান। সার্ভিস সেটিংস অপশনে গিয়ে ক্লিক করুন। Do not Disturb বেছে নিন। চালু করুন।
ভোডাফোন আইডিয়া মোবাইল গ্রাহকদের কী করতে হবে?
Vi মোবাইল অ্যাপ খুলুন। মেনু অপশনে গিয়ে ডিএনডি অপশন খুঁজে বের করে নিন। ব্লক করুন প্রোমোশনাল মেসেজ ও কল
বিএসএনএল গ্রাহকরা কী করবেন?
বিএসএনএল ডিএনডি রেজিষ্ট্রেশন পেজে গিয়ে অনলাইনে গিয়ে স্প্যাম কল আসা আটকাতে পারেন অথবা ডিএনডি পরিষেবা চালু করতে নিজের মোবাইল থেকে ১৯০৯ নম্বরে “START <space> 0” লিখে এসএমএস পাঠিয়ে দিতে হবে।