সোনার গয়না রেখে মোবাইল লুট! খানাকুলে রহস্যজনক হামলা
Mobile phone stolen, gold jewelry left behind! Mysterious attack in Khanakul

Truth Of Bengal: সৌভিক গোস্বামী,আরামবাগ: হুগলির খানাকুল থানার চক্রপুর সংলগ্ন এলাকায় সোমবার রাতে ভয়াবহ এক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাইকে করে একাই বাড়ি ফিরছিলেন এক যুবক, ঠিক সেই সময়ই চক্রপুরের কাছে নির্জন এলাকায় এক দল দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড় করায়। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা।
ঘটনার আশ্চর্যের বিষয়, যুবকের গলায় থাকা সোনার চেন, হাতে থাকা সোনার আংটি— এসব কিছুই ছোঁয়নি দুষ্কৃতীরা। তারা শুধুমাত্র তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এর ফলে ঘটনাটিকে শুধুমাত্র ছিনতাই বা ডাকাতি বলে মনে করছেন না স্থানীয়রা বা পুলিশ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। যুবকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তিনি গভীর আতঙ্কে রয়েছেন।
এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোন বিবাদ নাকি অন্য কোনও গোপন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীর থেকে তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। নির্জন রাস্তায় এমন নৃশংস হামলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই হামলার নেপথ্যে আসল উদ্দেশ্য কী, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, গোটা ঘটনা ঘিরে জোরদার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।