রাজ্যের খবর

এ কি কাণ্ড! আদালতের নির্দেশে বিজেপির কার্যালয় উচ্ছেদ করতে ঢেরা পিটিয়ে এলেন পেয়াদা

What a scandal! Pawns came to demolish BJP office on court orders

Truth Of Bengal: নদিয়ার কৃষ্ণনগর উত্তরে দীর্ঘ ৪১ বছর ধরে থাকা বিজেপির দলীয় কার্যালয় অবশেষে আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো। মঙ্গলবার সকালে ঢোল পিটিয়ে পেয়াদা এসে হাজির হয় ওই কার্যালয় খালি করতে। এক সময় বাঁশের তৈরি ছিল এই কার্যালয়, পরে তা পাকা ঘরে রূপান্তরিত হয়।

মূল সম্পত্তির মালিক পক্ষ জানিয়েছেন, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির পর ভবনের নিচের অংশ তাদের দখলে আসে। তবে চাকরিসূত্রে বাইরে থাকার কারণে তারা প্রথমে দখল নিতে পারেননি। বিজেপি যখন ভবন নির্মাণ শুরু করে, তখন তারা ফিরেই তাদের সম্পত্তি পুনরুদ্ধারে উদ্যোগ নেন এবং ২০১০ সালে আদালতে মামলা করেন।

২০২২ সালেও একবার উচ্ছেদের চেষ্টা হয়েছিল, কিন্তু এবার আদালতের রায় অনুযায়ী প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়। পারিবারিক সূত্রে দাবি, বিজেপির পক্ষ থেকে কখনোই কোনও ভাড়া দেওয়া হয়নি বা কোনও লিখিত চুক্তি ছিল না।

বিজেপির নদীয়া উত্তর জেলা সভাপতি অর্জুন ঘোষ জানিয়েছেন, আদালতের রায়কে সম্মান জানিয়ে পরবর্তী আইনি সিদ্ধান্ত অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। তবে ঢোল পিটিয়ে পার্টি অফিস উচ্ছেদের এই ঘটনায় কৃষ্ণনগরের সাধারণ মানুষ বিষয়টিকে অনেকটাই কৌতুকের চোখে দেখছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন চর্চা শুরু হয়েছে।

Related Articles