খড়গপুর আইআইটির ছাত্র-মৃত্যুতে শোকাহত! মোমবাতি প্রজ্জ্বলন নাগরিক সমাজের
Kharagpur IIT student's death mourned! Candlelight vigil held by civil society

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি শিক্ষা কেন্দ্র খড়গপুর আইআইটির। দেশের বিভিন্ন রাজ্য থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তথ্যপ্রযুক্তি খড়গপুর শিক্ষা কেন্দ্রে আছেন ছাত্র-ছাত্রীরা। সেখান থেকে শিখে গিয়ে তথ্যপ্রযুক্তিকে পাথেয় করে দেশকে সুন্দর করে তোলার কারিগরেরায় অজান্তেই রহস্য মৃত্যুবরণ করছে। তবে কেন এই ঘটনা ঘটছে সে বিষয়ে কোন স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
বিগত চার মাসে তিনজন ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো খড়গপুর আইআইটিতে। ইতিমধ্যেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ভিন রাজ্যের পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় প্রশ্ন তুলেছেন তাদের অভিভাবকেরাও। তবে আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হলেও সেই তদন্ত সম্পন্ন করা হয়নি। জানিয়ে উদ্বিগ্ন খড়্গপুরের নাগরিক সমাজ।
রবিবার রাত্রে খড়গপুর আইআইটির মূল গেটের সামনে মোমবাতি জ্বালিয়ে, রহস্য মৃত্যুর ছাত্রদের আত্মার শান্তি কামনা করেন। ছাত্রদের মৃত্যু মিছিল বন্ধের আবেদন জানান নাগরিক সমাজের মানুষজন। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে জহর পাল বলেন ছাত্ররা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে এসে যদি মৃত্যুবরণ করে সেটা কোন শিক্ষা কেন্দ্র। বারবার এই ধরনের ঘটনা কেনই বা ঘটবে এই তথ্যপ্রযুক্তি শিক্ষা কেন্দ্রে। তথ্যপ্রযুক্তি শিক্ষা কেন্দ্রের অধিকর্তাদের বিষয়টি সম্পন্নভাবে দেখার আবেদন করেন তিনি।