সোমে মন্দ না ভাল! কোমন কাটবে আপনার সময়?
Is Monday good or bad? How will you spend your time?

Truth Of Bengal: আজ ৫ মে, সোমবার। সপ্তাহের এই ব্যস্ততম দিনে কেমন কাটবে আপনার দিন? মন্দ না ভাল কেমন সময় অপেক্ষা করছে আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ: খারাপ সঙ্গ এড়িয়ে চলুন, কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের কৃতিত্বে গর্ব হবে। ব্যবসায় সমস্যা বাড়লেও লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু বা বাইরের অশান্তি ঘরে টানতে পারেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ভ্রমণ বাতিল হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন, অনুশোচনা এড়াতে পারবেন। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে, তবে বিলাসিতা বাড়লে পারিবারিক দ্বন্দ্ব আসতে পারে।
বৃষ: বাতের সমস্যা বাড়তে পারে। কাজের যোগাযোগ শুভ, পাওনা আদায়ে সমস্যা হবে না। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ। বুদ্ধির ভুলে ভুল হতে পারে, স্ত্রীর কারণে মা-ছেলের মধ্যে মতভেদ। প্রেমে সুখ ও দুশ্চিন্তা দুই-ই থাকবে। পিতার সঙ্গে আলোচনায় উপকার পাবেন। লোভ এড়ান, বিপদ হতে পারে।
মিথুন: ভ্রমণে খরচ বাড়বে, আঘাত লাগার সম্ভাবনাও আছে। সন্তানের কারণে চিন্তা বাড়তে পারে। অফিসে ব্যস্ততা শরীরে চাপ ফেলবে। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। নতুন কাজে প্রশংসা মিলবে, আয় বাড়বে। বিতর্ক এড়িয়ে চলুন, প্রয়োজনীয় কাজ আজই সেরে ফেলুন। বন্ধুত্বে অনিচ্ছা হলেও স্বীকার করতে হতে পারে।
কর্কট: বাড়িতে চুরির আশঙ্কা, সতর্ক থাকুন। দাম্পত্য কলহ কষ্ট দিতে পারে। সন্তানের মাধ্যমে খুশি আসবে, কিন্তু পিতার চিকিৎসায় খরচ বাড়বে। সম্পত্তি নিয়ে ইতিবাচক ফল হতে পারে। প্রেমে অশান্তি। লক্ষ্য ঠিক রাখলে লাভবান হবেন, তবে মানসিক চাপ থাকবে।
সিংহ: চাকরিতে উন্নতির সুযোগ। ব্যবসায় মহাজনের সঙ্গে বিরোধ হতে পারে। বন্ধুত্বে জটিলতা বাড়বে। বেকারদের চাকরির সম্ভাবনা। খরচ বাড়বে। ধর্মীয় আলোচনায় মানসিক শান্তি আসতে পারে। প্রেমে সাহস নিয়ে এগোন। লিভারের সমস্যা হতে পারে।
কন্যা: কাজের চাপ বাড়বে, শরীর খারাপ হলে কাজের ক্ষতি হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। সন্তানের খরচ বাড়বে। চাকরি প্রার্থীদের জন্য ভালো সুযোগ। পেটের সমস্যা দুপুরের পর ক্ষতি করতে পারে। দামি উপহার না নেওয়াই ভালো। আচরণে পরিবারে আনন্দ ছড়াবেন।
তুলা: ব্যয় ও দুর্ঘটনার আশঙ্কা। শত্রুর সক্রিয়তা বাড়বে। চিকিৎসার খরচও বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারে প্রশংসা পাবেন। স্ত্রীর কারণে মানসিক চাপের সম্ভাবনা।
বৃশ্চিক: কাজে আগ্রহ বাড়ান, সম্মান বাড়বে। একাধিক আয়ের রাস্তা খুলবে। বিপদের সম্ভাবনা, সতর্ক থাকুন। শিল্পীদের জন্য ভালো সময়। শরীরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণে না যাওয়াই ভালো। প্রিয়জনের কারণে ব্যবসায় ঝামেলা আসতে পারে।
ধনু: গান-বাজনায় আগ্রহ বাড়বে। আত্মীয়ের সঙ্গে বিরোধ হতে পারে। প্রেমে অভিমান। চাকরিতে উন্নতির সুযোগ। বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন। অর্থনৈতিক চাপ বাড়বে। সংসারে চেষ্টা করেও দোষারোপ আসতে পারে। পিতামাতার চিকিৎসায় খরচ বাড়বে। বিবাহিত জীবনে বড় সিদ্ধান্ত এড়ান।
মকর: রক্তচাপ ও শরীর নিয়ে সতর্ক থাকুন। ব্যয় বাড়বে। ব্যবসায় উচ্চপদস্থ কারও সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমে সমস্যা হলে পরিবারে অশান্তি। কাজের চাপ বাড়বে। দূরে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বন্ধুদের সঙ্গে খরচ বাড়বে।
কুম্ভ: চিকিৎসার খরচ ও ব্যয় বাড়বে। সঙ্গীতে সফলতা। খারাপ কথায় অনুশোচনা হতে পারে। প্রিয়জনের খারাপ খবর পেতে পারেন। সমাজে দায়িত্ব বাড়বে। নেশায় আকৃষ্ট না হওয়াই ভালো। সন্তানের ব্যবহার কষ্ট দিতে পারে। পরিবারে সুসংবাদ আসতে পারে।
মীন: গাড়ি সাবধানে চালান, অর্শের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় সুনাম। সন্তানের খরচ বাড়বে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়ান। কাজের চাপে শরীরের সমস্যা বাড়বে। সম্পত্তিতে খরচ, উপহার পেয়ে আনন্দ। মিথ্যা অপবাদ পেতে পারেন। প্রেমে সুখ মিলবে, কিন্তু খরচ বাড়লে বিবাদও আসবে।