কলকাতা

বিজেপিকে খুশি করতেই রাজ্যপালের সামশেরগঞ্জে ‘রাষ্ট্রপতি শাসনের’ দাবি, তোপ কুণালের

To please BJP, Governor demands 'President's rule' in Shamsherganj, says Kunal

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে যে অশান্তি দেখা দিয়েছিল, তার প্রায় একমাস কেটে গেছে। এখন এলাকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। স্থানীয় মানুষজন নিজের দৈনন্দিন কাজ এবং ব্যবসা-বাণিজ্য আগের মতোই চালিয়ে যাচ্ছেন।

এই শান্তিপূর্ণ অবস্থার মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি ১৯ এপ্রিল সামশেরগঞ্জ ঘুরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছিলেন এবং রাজ্য সরকারের পদক্ষেপকে যথাযথ বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু এতদিন পরে হঠাৎ করে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন, যদি পরিস্থিতি আবার খারাপ হয়, তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন (৩৫৬ ধারা) জারি করার প্রয়োজন হতে পারে। একইসঙ্গে গ্রামগুলিতে বিএসএফ পোস্ট বসানো ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশও করেছেন তিনি।

এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন, রাজ্যপালের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর মতে, রাজ্যপাল বিজেপিকে খুশি করতেই এই ধরনের রিপোর্ট পাঠিয়েছেন। কুণাল ঘোষ বলেন, “যেখানে পরিস্থিতি স্বাভাবিক, সেখানে ‘যদি পরিস্থিতির অবনতি হয়’—এই ধরনের কথা একেবারেই অযৌক্তিক। এছাড়া সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ-এর, সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে।”

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যপাল নিজের সাংবিধানিক দায়িত্ব পালন না করে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন। তিনি বাংলাকে ‘কলুষিত’ করার চেষ্টা করছেন এবং তাঁর রিপোর্টে ইঙ্গিতপূর্ণভাবে ‘যদি-কিন্তু’ জুড়ে রাজনৈতিক বার্তা দিয়েছেন।

তৃণমূলের দাবি, এটা একটি ‘রাজনৈতিক চিঠি’, যার উদ্দেশ্য রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিজেপির রাজনৈতিক ফায়দা তোলা। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে।

Related Articles