স্বাস্থ্য

স্নানের পর গায়ে নারকেল তেল মাখলে কী হয়?

What happens if you apply coconut oil to your body after bathing?

Truth Of Bengal: বহু যুগ ধরেই চুলে ও ত্বক ভালো রাখতে নারকেল তেল লাগানোর প্রথা চলে আসছে। বাজারজাত বহু রকমের সুগন্ধি তেল থাকলেও নারকেল তেলের আজও কোনো বিকল্প নেই। স্নানের পর গায়ে নারকেল তেল মাখলে সবচেয়ে বেশি উপকার মিলবে। এমনই বিশ্বাস স্কিন কেয়ার বিশেষজ্ঞদের।

স্নানের পর গায়ে নারকেল তেল মাখলে কী হয়- 

১) ResearchGate নামক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ভার্জিন নারকেল তেল বা কোনো রাসায়নিক, সুগন্ধি মেশানো ছাড়া যে নারকেল তেল পাওয়া যায় তা যদি নিয়মিত স্নানের পর গায়ে মাখা হয় তা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে। কারণ নারকেল তেলে প্রচুর পরিমাণে হাই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে বলে তা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে কাজ করে।

২) সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক অকালে বুড়িয়ে যায়। বলিরেখা পড়ে যায়। নারকেল তেল মাখলে ত্বকের বলিরেখা দূর হয়। স্বাভাবিক জেল্লা, টানটান ভাব বজায় থাকে। কালো দাগছোপ দূর হয়।

৩) নারকেল তেল অসাধারণ ময়েশ্চারাইজার হওয়ায় স্নানের পর গায়ে নারকেল তেল মাখলে ত্বক আর্দ্র হয়। নরম হয় ত্বক। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, নিয়মিত নারকেল তেল মাখলে রুক্ষ, শুষ্ক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফেরে। লালচে ভাব দূর হয়।

৪) ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, শুদ্ধ নারকেল তেলে পেপসিন সলিউবল কোলেজেন থাকে বলে তা কাটা, ছেঁড়া, সারাতে সাহায্য করে।

৫) আন্তর্জাতিক একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত নারকেল তেল মাখলে ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়। স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় থাকে।

৬) স্নানের পর গায়ে নারকেল তেল মাখলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, মানসিক উদ্বেগ কমে। গায়ের ম্যাসাজ ভালো হয়।

Related Articles