বড়দিঘীতে হাতির হানা, সচেতনতায় শিবির ও কুইক রেসপন্স টিম গঠন
Elephant attack in Baradighi, awareness camp and quick response team formed

Truth of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকার বড়দিঘী বনবস্তি সংলগ্ন অঞ্চলে হাতির হানায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর রবিবার লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক শিবির। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বড়দিঘী বিট অফিসে অনুষ্ঠিত এই শিবিরে বনাধিকারীকরা ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রোধে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা প্রদান করেন।
শুধু শিবিরেই সীমাবদ্ধ না থেকে এদিন তিনটি কুইক রেসপন্স টিম গঠন করা হয় এবং প্রত্যেকটি টিমকে সার্চলাইট সরবরাহ করা হয়। হাতি বা অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণও দেওয়া হয়।
ডুয়ার্সের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়দিঘী চা বাগান, ছাওয়াফেলি, বড়দিঘী বনবস্তি সহ আশেপাশের এলাকাগুলি বহুদিন ধরেই বন্যপ্রাণীর হানায় আক্রান্ত হয়ে আসছে। অতীতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে এই অঞ্চলগুলিতে। সেই অভিজ্ঞতার আলোকে এবার বনদপ্তর বিশেষ উদ্যোগ নিয়ে স্থানীয়দের সক্রিয়ভাবে যুক্ত করল সংঘাত রোধে।
জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি জানান, সম্প্রতি বড়দিঘী বনবস্তিতে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর পরেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনও প্রাণহানির ঘটনা না ঘটে। এদিনের শিবিরে লাটাগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্ত, বড়দিঘী ও নেওরা চা বাগানের কর্তৃপক্ষরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের সাড়া এবং অংশগ্রহণ ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। চেষ্টা করা হচ্ছে বন ও মানুষের সহাবস্থান আরও মসৃণ করতে, যাতে নিরাপদ থাকে দুই পক্ষই।