রেললাইনে হাতি, চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল
Elephant on railway tracks, driver's action averts major accident

Truth Of Bengal: শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের সেভক ও গুলমার মাঝে রেললাইনে হঠাৎ চলে আসে একটি বড় হাতি ও একটি শাবক হাতি। সেই সময় বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেস দ্রুতগতিতে আসছিল। ট্রেনের হেডলাইটে হাতিগুলিকে দেখতে পান চালক সঞ্জয় সরকার ও সহকারী চালক রকি কুমার।
তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁরা আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন, ফলে রক্ষা পায় হাতি দু’টি। কিছু সময় ট্রেনটি দাঁড়িয়ে থাকে, তারপর হাতিগুলি নিরাপদে জঙ্গলের দিকে চলে গেলে ট্রেন ফের যাত্রা শুরু করে।
পরিবেশপ্রেমীরা চালকদের এই সতর্কতা ও দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করেছেন। উল্লেখযোগ্য, ডুয়ার্স অঞ্চলে প্রায়ই বন্যপ্রাণীরা রেলপথে উঠে আসে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তবে চালকদের তৎপরতায় বহুবার প্রাণ বেঁচেছে এমন বন্যপ্রাণীদের।এই ঘটনা ফের প্রমাণ করল যে, সতর্কতা ও মানবিকতার মাধ্যমে বন্যপ্রাণ সংরক্ষণ সম্ভব।