খেলা

পহেলগাঁও হামলার জের, বিশ্বকাপে একই গ্রুপে পাকিস্তানের সঙ্গে না রাখার আবেদন বোর্ডের

Following the Pahalgaon attack, the board requested not to put India in the same group with Pakistan in the World Cup

Truth Of Bengal: গত ২২ এপ্রিল। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। যে ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৮ জনের মতো নিরীহ পর্যটকরা। এরপর এই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছিল সবাই। বাদ যায়নি ক্রীড়াক্ষেত্রেও। এই জঘন্য ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। এবং প্রতিক্রিয়া জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।

এই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ভারতের অভিযোগ প্রতিবেশ দেশ পাকিস্তান এই ঘটনার মদতদাতা। কাজেই তাদের সঙ্গে এই মুহূর্তে আর কোনও সু-সম্পর্ক রাখতে রাজি নয় বিসিসিআই-ও।

এরপরই শুক্রবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সংবাদসংস্থা সূত্রে খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)-কে চিঠি দিয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ (যে দুটি টুর্নামেন্টেই আইসিসি পরিচালিত) সেই টুর্নামেন্টগুলিতেও ভারতকে যাতে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখা হয়)।

উল্লেখ্য, এই প্রতিবেশী দুই দেশ ক্রিকেট মাঠে আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া শেষবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ সালে। এরপর আর কোনও সিরিজ তারা খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এই দুই দেশের ক্রিকেট ম্যাচ

সবচেয়ে হাইভোল্টেজ। কেননা এই ম্যাচ দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ও উদ্দীপনা থাকে যথেষ্ট। এবার ক্রিকেটপ্রেমীদের দুই দেশের ক্রিকেট লড়াই দেখাও কার্যত বিশ বাঁও জলে।

এই ব্যাপারে বোর্ড সভাপতি রাজীব শুক্লা জানান, ‘আমরা আগেই জানিয়েছি, পহেওগাঁও-র নৃশংস হামলার ঘটনায় আমরা ক্ষতিগ্রস্থদের পাশে আছি। আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে নির্দেশ দেবে আমরা সেই মত কাজ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। এবং ভবিষ্যতেও খেলব না। কিন্তু যখন আইসিসি-র কোনও টুর্নামেন্ট হয়, তখন আমরা তাদের স্বার্থের কথা ভেবেই অংশগ্রহণ করি।’ এদিকে রাজীব শুক্লার পাশাপাশি বোর্ড সভাপতি দেবজিৎ সইকিয়াও শ্রদ্ধা নিবেদন করে বার্তা দিয়েছিলেন।

Related Articles