কলকাতাখেলা

‘বাংলায় খেলাধুলা অনেক এগিয়েছে’, রবীন্দ্র সদনে আর কী বললেন মমতা?

'Sports have progressed a lot in Bengal', what else did Mamata say at Rabindra Sadan?

Truth Of Bengal : বৃহস্পতিবার ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’-এর উদ্বোধনে রবীন্দ্র সদন যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বাংলার খেলা-ধুলা নিয়ে তিনি অনেক প্রশংসা করেন।

তাঁর কথায়, ‘আমি বলব বাংলায় খেলাধুলা অনেক এগিয়েছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল। ‌ তাঁদের আমি অভিনন্দন জানাবো। সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। ‌খেলোয়ারদের চাকরি আমি নিজের হাতে তুলে দিয়েছি। এইযে মহিলা দল চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তাঁদের জন্যও আমার অভিনন্দন।’

এদিন তিনি আরও বলেন, ‘আমরাইস্টবেঙ্গল ক্লাবকে পরিকাঠামো ঠিক করার জন্য ১১ কোটি টাকা আগে দিয়েছি। ইতিমধ্যেই আটটা একাডেমি তৈরি হয়েছে। ঝারগ্রাম এর আরচারী একাডেমী ভাল কাজ করছে।’ সেই সঙ্গে তিনি যুক্ত করেন, সমস্ত ধর্মের মানুষরাই খেলায় সমর্থন করেন। খেলার জন্য মাঠে নামতে গেলে কেউ জিজ্ঞেস করে না, তোমার পদবি কী? তুমি হিন্দু না তুমি মুসলমান। ভারতীয় ক্যাপ্টেন ভারতের ক্যাপ্টেনই হয়।

Related Articles