কলকাতা

উধমপুরে নিহত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বাড়িতে ফোন মমতার

Mamata calls the house of Jhantu Ali Sheikh, an army jawan killed in Udhampur

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত নদিয়ার ঝন্টু আলি শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেহ ফিরিয়ে আনা থেকে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীর এলিট 6 প্যারা স্পেশাল ফোর্স-এর হাবিলদার ঝন্টু উধমপুরের বসন্তগড় এলাকায় ‘অপারেশন বিড়লি গলি’ এনকাউন্টারে অংশ নিয়েছিলেন।

সেনা-জঙ্গি গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন ঝন্টু। কিন্তু গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণপণ লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান। কোনরকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গতকাল গভীর রাত থেকেই উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছিল। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা ঝন্টুর মৃত্যুর খবর এসে পৌঁছয়ে রাজ্যের প্রধান সচিবালয় নবান্নতেও।

খবর পেয়েই নদিয়ায় ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিহত শহীদ ঝন্টুর পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঝন্টু আলি শেখের নিথর দেহ বাড়িতে ফিরিয়ে আনার যাবতীয় উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles