নিউটাউনে মহিলাকে কটুক্তির প্রতিবাদ করাই হল কাল! খুন প্রতিবাদী লিভ ইন পার্টনার
Protesting the abuse of a woman in Newtown is tomorrow! Murder protester lives in partner

Truth Of Bengal: কলকাতায় আবারও তরুণীকে হেনস্তা প্রতিবাদ করাই দুষ্কৃতিদের হাতে খুন হতে হলো এক প্রতিবাদীকে। গত বুধবার গভীর রাতে ঘটনাটি কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নিউটাউন এলাকায়। মৃতের নাম সংকেত চট্টোপাধ্যায় তিনি পেশায় একজন আইটি কর্মী।
গত বুধবার রাতে সংকেত চট্টোপাধ্যায় এবং তার লিভ ইন পার্টনারের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। সে সময় রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানা যায়। সেই সময় রাস্তায় একদল দুষ্কৃতিকারী মহিলাকে হেনস্তা করে বলে অভিযোগ। সে সময় লিভ ইন পার্টনার সংকেত মহিলাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়।
তখনই দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তার ওপর চড়াও হয়, সংকেত কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তরুণের চিৎকার শুনে ছুটে আসে এলাকার মানুষজন। সংকটজনক অবস্থায় ইন আরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
চিকিৎসকরা জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই লিভি ইন পার্টনার সংকেতের মৃত্যু হয়েছে। কি কারনে এমন ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখার কাজ করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা।