রাজ্যের খবর

নদিয়ায় যুবতীকে ধর্ষণ! গ্রেফতার তিন যুবক

Three youths arrested for raping a young woman in Nadia

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার মূল অভিযুক্ত রাহুল দাস বৈরাগ্য-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত ২১শে এপ্রিল যুবতী বান্ধবীর জন্মদিনে উপহার কিনতে বের হলে অভিযুক্ত রাহুল ফোন করে তাকে বার্নিয়া এলাকার একটি নির্মীয়মান ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ, রাহুল ছাড়াও আরও দুই যুবক এই ঘটনায় জড়িত।

প্রথমে লজ্জা ও ভয়ে কাউকে কিছু না বললেও, অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি অপারেশনও করা হয়।

পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটি স্থানান্তর করে পলাশীপাড়া থানায় তদন্ত শুরু হয়। পুলিশ মূল অভিযুক্ত রাহুল সহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার আদালতে তোলে।

ঘটনার নিন্দা জানিয়ে এপিডিআর (APDR) জানিয়েছে, এই ঘটনার সঠিক বিচার না হলে আন্দোলনে নামা হবে। যুবতীর পরিবারও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related Articles