আন্তর্জাতিক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া খুনে ধৃতের ৭ দিনের রিমান্ড

7-day remand for Prime Asia University student murder

Truth Of Bengal: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত হৃদয় মিয়াজির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হৃদয় মিয়াজি (২৩) “অ্যান্টি-ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট” (ADSM)-এর বনানী শাখার যুগ্ম সম্পাদক। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. সানাউল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বনানী থানার পরিদর্শক এ.কে.এম মাইনউদ্দিন, যিনি মামলার তদন্ত কর্মকর্তা, আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী তসলিমা মীনু রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। অপরদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। র‌্যাব-১১ এর সদস্যরা ২১ এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলার মনইরকান্দি গ্রামে হৃদয় মিয়াজিকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে প্রতিপক্ষের কয়েকজন ছুরি মারে, মৃত্যু হয় পড়ুয়ার।

Related Articles