আলিপুরদুয়ারে চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় এলাকায় স্বস্তি
Leopard caught in Alipurduar tea garden, brings relief to area

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বুধবার সকালে রোমাঞ্চকর এক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। চা বাগানের ৪ নম্বর সেকশনে বন দফতরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে পূর্ব পরিকল্পিতভাবে ওই খাঁচা পাতা হয়েছিল চিতাবাঘ ধরার উদ্দেশ্যে।
সকালের দিকে এলাকাবাসীরা খাঁচার দিক থেকে চিতাবাঘের গর্জনের আওয়াজ শুনতে পান। উৎসুক হয়ে কাছে এগিয়ে গিয়ে দেখেন, একটি বিশাল চিতাবাঘ খাঁচার ভিতরে ছটফট করছে ও এদিক-ওদিক ছোটাছুটি করছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই শুনেই চা বাগানের বিভিন্ন অংশ থেকে বহু মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। চিতাবাঘকে একনজর দেখতে উপচে পড়ে ভিড়।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান বন দফতরের কর্মীরা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করেন এবং নিয়ে যান।
এই ঘটনার পর থেকে দলগাঁও চা বাগান ও আশপাশের অঞ্চলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তারা বন দফতরের তৎপরতার প্রশংসাও করেছেন। তবে অনেকেই এখনও আতঙ্কে, কারণ ধারণা করা হচ্ছে আরও একটি বা একাধিক চিতাবাঘ ওই অঞ্চলে থাকতে পারে। ফলে বন দফতরের তরফে নজরদারি অব্যাহত রয়েছে।