কলকাতারাজ্যের খবর

এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান

Meenakshi Mukherjee gets 'go back' slogan at protest by unemployed people in front of SSC building

Truth Of Bengal: মঙ্গলবার রাতে কলকাতার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের এক প্রতিবাদ বিক্ষোভ সৃষ্টি হয়, যেখানে উপস্থিত হন সিপিএমের যুবনেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। বিক্ষোভের মুখে মীনাক্ষীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়, যখন চাকরিহারারা তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং ‘গো ব্যাক’ স্লোগান দেয়।

এদিনের প্রতিবাদে চাকরিহারারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তারা রাজনীতির মধ্যে নিজেদের আন্দোলনকে মেশাতে চান না। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে আশাবাদী, তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের মঞ্চে উপস্থিতি তাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনটি তারা মনে করছেন।

মীনাক্ষী যখন সেখানে উপস্থিত হন, তখনই চাকরিহারারা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে প্রশ্ন তোলেন। তারা জানতে চান কেন তাকে অযোগ্য এবং যোগ্য চাকরিহারাদের এক আসনে বসিয়ে প্রশ্ন করা হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যই সঠিকভাবে কাজ না করার কারণে এত মানুষের চাকরি চলে গেছে।

এই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, “আন্দোলনকারীদের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। তারা আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছেন। রাজ্যের শিক্ষাব্যবস্থা নষ্ট করার চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “২২ লক্ষ ওএমআর শিট প্রকাশ করতে হবে।”

এদিকে, মীনাক্ষীকে ঘিরে উত্তেজনা বাড়লে তিনি সঙ্গীদের সঙ্গে ফিরে যান। যদিও তিনি শেষ পর্যন্ত চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন, তবে তার কথায় তেমন কোনও প্রভাব পড়েনি।

Related Articles