পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের, মাঝপথে সৌদি সফর ছাড়লেন প্রধানমন্ত্রী মোদি
PM Modi cancels Saudi visit midway due to terror attack in Pahalgaon

Truth Of Bengal: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি সফর মাঝপথেই ছেড়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভোরে তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান। সেখানেই একটি জরুরি বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, আজই তাঁর বাসভবনে আরও একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে, যেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও সরকারি হিসেবে সংখ্যাটা ১৬। বহু মানুষ এখনও হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা সেনার পোশাকে এসেছিল এবং ধর্মীয় পরিচয় দেখে গুলি চালায়। পুলওয়ামার পর এটিকেই সবচেয়ে ভয়ংকর হামলা বলে মনে করছেন অনেকে।
জানা গিয়েছে, হামলার খবর পাওয়ার পরই জেদ্দা থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। দ্রুত সিদ্ধান্ত নেন দেশে ফেরার। মঙ্গলবার রাতে সৌদি আরবে সরকারি নৈশভোজ-সহ বেশ কিছু কর্মসূচি থাকলেও, সব বাতিল করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।
শ্রীনগরে নিয়ে আসা হয়েছে নিহতদের দেহ। সেখানে যাচ্ছেন অমিত শাহ। পরে তিনি দিল্লিতে ফিরে মোদির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একইসঙ্গে বিদেশ সফর সংক্ষিপ্ত করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও।
এই হামলার জেরে দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সরকার দ্রুত কড়া ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে।