শিক্ষকরা কেন অবস্থানে বসে আছেন? এসএসসি অবস্থান নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Why are teachers sitting in a position? Chief Minister's reaction on SSC position

Truth Of Bengal:সল্টলেক এসএসসি ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। রাতভর অবস্থান কর্মসূচি চালাচ্ছেন তারা। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর প্রশ্ন, শিক্ষকরা কেন অবস্থানে বসে আছেন? আপনারা মাইনে পাবেন। আমাদের আইনজীবীদের পরামর্শ নিন। যারা চাকরি ফিরিয়েছে তাদের উপর ভরসা করুন। প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। বেতন পাবেন যোগ্য সকলেই। ঝামেলা কেন করছেন?
শিক্ষকরা কেন অবস্থানে বসে আছেন? এসএসসি অবস্থান নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর pic.twitter.com/LuI1K2xBIX
— TOB DIGITAL (@DigitalTob) April 22, 2025
যাঁদের চাকরি বাতিল হয়েছে ঝামেলা করবেন না, ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী বলেন কলকাতায় থাকলে সমস্যা মিটিয়ে দিতাম। মুখ্যমন্ত্রী আরও বলেন আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে। যারা চাকরি খেয়েছে তাদের ওপর ভরসা করবেন না। আমি চাইনা রাজ্যে বেকার বাড়ুক।
সুপ্রিম নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবেবলে জানালেন মুখ্যমন্ত্রী। চাকরি হারাদের কাছে ফের কাজে যোগদানের আবেদন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ভুল বোঝাচ্ছে তাদের কথা শুনবেন না। গ্রুপ সি, ডি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আপনারা কেন রাস্তায় বসে আছেন?