
Truth Of Bengal: মহারাষ্ট্রের নবি মুম্বই থেকে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। যেখানে একটি সিভিক পরিচালিত বাসে এক যুবক-যুবতীকে যৌন সম্পর্কে লিপ্ত অবস্থায় ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগ অনুযায়ী, এই ঘটনা ঘটেছে ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায়। যখন এনএমএমসি পরিচালিত বাসটি পনভেল থেকে কল্যাণের দিকে যাচ্ছিল। চলন্ত বাসে যৌন মিলনের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নবি মুম্বইয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (NMMC) বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
WDYM you had SEX in the bus i ride on daily What THE FUCK is wrong with these navi mumbai ke people man omfg pic.twitter.com/g7w9PCJCE7
— شوارما (@kojimasversion) April 21, 2025
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সেই দম্পতিকে বাসে যৌন মিলনে লিপ্ত অবস্থায় ক্যামেরায় ধরা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ২২ সেকেন্ডের ভিডিওটি একজন বাইক আরোহী ধারণ করেছিলেন, যিনি চলন্ত বাসে দম্পতিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, ওই দম্পতির বয়স ২০-র কোটায়।
এই ঘটনার প্রসঙ্গে নবি মুম্বই মিউনিসিপ্যাল ট্রান্সপোর্ট বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাসের কন্ডাক্টর ওই দম্পতিকে থামাতে সচেষ্ট না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে একটি প্রায় ফাঁকা এসি বাসে, যা পনভেল থেকে কল্যাণ যাচ্ছিল।
তিনি জানান। “ট্র্যাফিকের কারণে বাসটি ধীরগতিতে চলছিল, সেই সময়েই কেউ ভিডিওটি ধারণ করে NMMC-এর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়”। রিপোর্ট অনুযায়ী, ওই দম্পতিকে বাসের পিছনের সিটে যৌন সম্পর্ক করতে দেখা যায়। এখন পর্যন্ত এই ঘটনায় পুলিশকে কিছু জানানো হয়নি।
উল্লেখযোগ্য যে, ভারতীয় দণ্ডবিধির ২৯৬ ধারার আওতায় প্রকাশ্যে অশ্লীল কার্যকলাপ করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং/অথবা এক হাজার টাকা জরিমানা হতে পারে।