বিনোদন

আবারও সুখবর, এবার রোহিত শেট্টির ছবিতে যিশু!

Good news again, this time Jesus in Rohit Shetty's film!

Truth of Bengal: সময়টা বেশ ভালই যাচ্ছে অভিনেতা যীশু সেনগুপ্তের। টলিউড থেকে শুরু করে বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে চলেছেন যীশু। সম্প্রতি বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন অভিনেতা। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। এবার আরও এক প্রাপ্তি যীশুর ঝুলিতে। যিশু সেনগুপ্তের নাম জুড়ে গেল ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে।

এদিন যীশু তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তাঁর নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’। ব্যাস তারপর থেকেই নেটিজেনদের একাংশের বলছেন, রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যিশুকে! যদিও সবটাই এখনো জল্পনা।

এখনো এ বিষয়ে রোহিত শেট্টি বা যীশু কেউই কিছু বলেননি। যদিও গুঞ্জন, যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন প্রোজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এখন দেখার কবে দুই তারকা জুটি বেঁধে কাজ করেন।

Related Articles