পুকুর থেকে উদ্ধার পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ, চাঞ্চল্য শ্যামনগরে
Class 5 student's body recovered from pond in Shyamnagar

Truth of Bengal: সোমবার দুপুরে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পানের বরজের পাশের পুকুর থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণীর ছাত্রী মদিনা খাতুনের দেহ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর ঘেরিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গ্রামের একটি জলসায় গিয়েছিল মদিনা। সেদিন সে কিছু টাকা নিয়ে খাবার কিনতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে সোমবার দুপুরে এক পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুকুরের পাশের মাঠে মদিনার একটি লকেটও উদ্ধার হয়েছে। স্থানীয়দের অনুমান, তাকে খুন করা হয়েছে।
তবে কীভাবে মদিনার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।