সঙ্গীতশিল্পী সুব্রত চক্রবর্তী উদ্যগে বর্ধমানে প্রথমবার শত কণ্ঠে বাংলা গান
Musician Subrata Chakraborty's initiative to perform Bengali songs in hundreds of voices in Burdwan for the first time

Truth of Bengal: বর্ধমানবাসীদের জন্য এক অসাধারণ সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে আসছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুব্রত চক্রবর্তী। তার অনুপ্রেরণায় বর্ধমান শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে “শত কণ্ঠে বাংলা গান”—যেখানে একত্রে শতাধিক কণ্ঠ মিলে গাওয়া হবে বাংলা গান, তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য ও সুরের জাদু।
এই ভাবনারই এক ঝলক দেখা গেল সুব্রত চক্রবর্তীর নিজ বাসভবনে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে। বর্ষবরণের আবহে ৬৮ জন সঙ্গীতশিল্পী মিলে একত্রে গান গেয়ে মুগ্ধ করেন উপস্থিত সকলকে। এই ঘরোয়া আসরে অংশগ্রহণ করেন ৮ বছর থেকে ৮০ বছর বয়সী কচিকাঁচা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সকলেই।
এই বিশেষ আয়োজনে সুব্রত চক্রবর্তীর সঙ্গে সহযোগিতায় ছিলেন—সেভেন স্টার কালচারাল সোসাইটি, বসুন্ধরা মিউজিক একাডেমি, স্বরলিপি মিউজিক একাডেমি এবং উত্তরণ উল্লাস গানের দল। সুরের মূর্ছনায় মোহিত হয়েছেন সবাই, আর সেই মুহূর্ত যেন এক অনন্য স্মৃতি হয়ে রয়ে গেল।
সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, খুব শীঘ্রই বর্ধমান শহরের বুকেই সকল সংগীত অনুরাগীর জন্য তিনি বড় পরিসরে এই “শত কণ্ঠে বাংলা গান” এর আয়োজন করতে চলেছেন। তার এই অভিনব উদ্যোগ সঙ্গীতপ্রেমীদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সবাই।