
Truth Of Bengal: ঘরের মধ্যে মায়াবি পরিবেশ তৈরি করতে আলোর জুড়ি মেলা ভার। আবার আলো ঠিকমতো না থাকলেই ঘরের পরিবেশ কেমন অন্ধকার, নিষ্প্রভ লাগে। ঘর সাজানোর কথা উঠলেই আমরা নিত্য নতুন আসবাবপত্র দিয়ে সাজানোর কথা ভাবি কিন্তু ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা, দরজা, জানলায় ঝকঝকে, রঙিন পর্দা, কুশন ও বেডকভার লাগালেও আলোর ব্যবহার সঠিক না হলে গোটা সাজটাই মাটি। তাই ঘর সাজাতে গুরুত্ব দিন আলোকসজ্জায়।
কোন ঘরে কেমন আলো লাগাবেন
১) বেডরুমে চড়া আলো চলবে না। ঘুমের ব্যাঘাত ঘটে। আলোকসজ্জা হবে আধুনিক ও রোমান্টিক।
২) বেড সাইড টেবিলে ল্যাম্পশেড রাখুন।
৩) সিলিংয়ের আলো যেন উজ্জ্বল না হয়। সরাসরি যেন চোখে না পড়ে।
৪) বাচ্চাদের ঘরের আলো হবে ঝলমলে কিন্তু আলোর সুইচ, আলো শিশুদের নাগালের বাইরে থাকবে। মজাদার কার্টুন মোটিফের ল্যাম্পশেড লাগাতে পারেন।
৫) ডাইনিং রুমে টেবিলের ওপর রাখুন চড়া আলো। পারলে হ্যাঙ্গিং লাইট ঝোলাতে পারেন। রান্নাঘরেও চাই চড়া আলো।
৬) শৌচাগারেও পর্যাপ্ত আলো রাখুন। বেসিনের আয়নার ওপর বা সিলিংয়ে সাদা আলোর ব্যবস্থা রাখুন।
৭) নরম আলোর স্পর্শ চাইলে ঘরের কোণায় সুদৃশ্য মোমদানিতে লাগান নানান রকম আকৃতির নানান রকম রঙের সুগন্ধি মোমবাতি।