উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাতির হানা, আতঙ্কে ছাত্র-ছাত্রী ও বাসিন্দারা
Elephant attack at North Bengal University, students and residents in panic

Truth Of Bengal: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার গভীর রাতে একটি বন্য হাতির প্রবেশকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে বিচ্যুত হয়ে একটি হাতি হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে পড়ে। এই অপ্রত্যাশিত ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আশেপাশের এলাকার বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা রেঞ্জ এবং বামনপোখরী বনদফতরের কর্মীরা। তাঁরা হাতিটির উপর নজরদারি শুরু করেন ও সেটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালান। বর্তমানে হাতিটি ক্যাম্পাসের ভিতরে থাকা জঙ্গলের মধ্যেই রয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাতির হানা, আতঙ্কে ছাত্র-ছাত্রী ও বাসিন্দারা pic.twitter.com/a20qA07Qq1
— TOB DIGITAL (@DigitalTob) April 19, 2025
এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে এমন একটি বন্যপ্রাণীর উপস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা। বন দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, হাতিটিকে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও কঠোর নজর রাখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা প্রবল আতঙ্কে রয়েছেন, বিশেষ করে যেহেতু এলাকা ঘনবসতিপূর্ণ এবং শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। বনদপ্তরের দ্রুত পদক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সবাই।